OrdinaryITPostAd

বাংলাদেশে কয়টি জেলা - বাংলাদেশে কয়টি বিভাগ

আপনি কি বাংলাদেশের কয়টি জেলা এবং কয়টি জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্যই। কারণ আমরা আজকের এই পোষ্টের মধ্যে বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং জানুন বাংলাদেশের কয়টি জেলা এবং বাংলাদেশের কয়টি বিভাগ সম্পর্কে।

about bangadesh

এছাড়াও আজকের এই পোষ্টের মধ্যে আমরা বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব।  আশা করছি সম্পূর্ণ পোস্টটি পড়ার মাধ্যমে আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে বিস্তারিত পড়ে নেয়া যাক। 

পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশের কয়টি জেলা এবং বাংলাদেশের কয়টি বিভাগ

বাংলাদেশের কয়টি জেলা রয়েছে

আমরা অনেকেই জানি আবার অনেকেই জানিনা বাংলাদেশের জেলা কয়টি। আপনি যদি না জেনে থাকেন বাংলাদেশে কয়টি জেলা রয়েছে তা হলে জেনে নিন। বাংলাদেশে মোট ৬৪ টি জেলা রয়েছে।এমনকি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যে জেলাটি প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে চট্টগ্রাম। 

এই চট্টগ্রাম ১৬৬৬ সালে বাংলাদেশে একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ৬৪ জেলার মধ্যে প্রত্যেকটি জেলার একেক করে শহর রয়েছে এবং শহরের পাশাপাশি গ্রাম ও প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখন চলুন জেনে নেই বাংলাদেশের ৬৪ জেলার নাম।

  1. গাজীপুর 
  2. গোপালগঞ্জ 
  3. টাঙ্গাইল 
  4. ঢাকা 
  5. নরসিংদী 
  6. নারায়ণগঞ্জ 
  7. ফরিদপুর 
  8. মাদারীপুর 
  9. মানিকগঞ্জ 
  10. মুন্সীগঞ্জ 
  11. রাজবাড়ী 
  12. শরীয়তপুর 
  13. কিশোরগঞ্জ 
  14. কুমিল্লা 
  15. ব্রাক্ষ্মণবাড়িয়া
  16. চাঁদপুর 
  17. লক্ষ্মীপুর 
  18. নোয়াখালী 
  19. ফেনী 
  20. খাগড়াছড়ি 
  21. রাঙ্গামাটি 
  22. বান্দরবান 
  23. চট্টগ্রাম 
  24. কক্সবাজার 
  25. চাঁপাইনবাবগঞ্জ 
  26. জয়পুরহাট 
  27. নওগাঁ 
  28. নাটোর 
  29. পাবনা 
  30. বগুড়া 
  31. রাজশাহী 
  32. সিরাজগঞ্জ 
  33. খুলনা 
  34. চুয়াডাঙ্গা 
  35. ঝিনাইদহ 
  36. নড়াইল 
  37. বাগেরহাট 
  38. কুষ্টিয়া 
  39. মাগুরা 
  40. মেহেরপুর 
  41. যশোর 
  42. সাতক্ষীরা 
  43. বরিশাল 
  44. পটুয়াখালী 
  45. গোলাপ 
  46. ফিরোজপুর 
  47. বরগুনা 
  48. ঝালকাঠি 
  49. সিলেট 
  50. মৌলভীবাজার 
  51. হবিগঞ্জ 
  52. সুনামগঞ্জ 
  53. কুড়িগ্রাম 
  54. গাইবান্ধা 
  55. ঠাকুরগাঁও 
  56. দিনাজপুর 
  57. নীলফামারী 
  58. পঞ্চগড় 
  59. রংপুর 
  60. লালমনিরহাট 
  61. ময়মনসিংহ 
  62. জামালপুর 
  63. নেত্রকোনা 
  64. শেরপুর 

আরো পড়ুনঃ বাংলাদেশের জনসংখ্যা কত

আশা করছি তাহলে এতক্ষণে আপনি জেনে গেছেন বাংলাদেশের কয়টি জেলা রয়েছে এবং সে জেলাগুলোর নাম সম্পর্কে। এখন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে বাংলাদেশে কয়টি জেলা তাহলে আপনি অবশ্যই তার প্রশ্নের উত্তর দিতে পারবেন এমনকি জেলা গুলোর নাম গুলোও আপনি বলে দিতে পারবেন।

বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে

বর্তমানে বাংলাদেশের ৮ টি বিভাগ রয়েছে আর এই ৮ টি বিভাগের মধ্যে ৬৪ জেলা অন্তর্ভুক্ত রয়েছে। উপরোক্ত তথ্যগুলো পড়ার মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের কয়টি জেলা রয়েছে। এবার এখন জেনে নিন বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে এবং কোন বিভাগের মধ্যে কয়টি জেলা ও কি কি জেলা রয়েছে।  চলুন জেনে নেয়া যাক বাংলাদেশের বিভাগ গুলো সম্পর্কে। 

১। ঢাকা বিভাগের মধ্যে ১৩ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে

  1. গাজীপুর 
  2. গোপালগঞ্জ 
  3. টাঙ্গাইল 
  4. ঢাকা 
  5. নরসিংদী 
  6. নারায়ণগঞ্জ 
  7. ফরিদপুর 
  8. মাদারীপুর 
  9. মানিকগঞ্জ 
  10. মুন্সীগঞ্জ 
  11. রাজবাড়ী 
  12. শরীয়তপুর 
  13. কিশোরগঞ্জ 
২। চট্টগ্রাম বিভাগের মধ্যে ১১ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে
  1. কুমিল্লা 
  2. ব্রাক্ষ্মণবাড়িয়া
  3. চাঁদপুর 
  4. লক্ষ্মীপুর 
  5. নোয়াখালী 
  6. ফেনী 
  7. খাগড়াছড়ি 
  8. রাঙ্গামাটি 
  9. বান্দরবান 
  10. চট্টগ্রাম 
  11. কক্সবাজার 
৩। রাজশাহী বিভাগের মধ্যে ৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে
  1. চাঁপাইনবাবগঞ্জ 
  2. জয়পুরহাট 
  3. নওগাঁ 
  4. নাটোর 
  5. পাবনা 
  6. বগুড়া 
  7. রাজশাহী 
  8. সিরাজগঞ্জ 
৪। খুলনা বিভাগের মধ্যে ১০ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে
  1. খুলনা 
  2. চুয়াডাঙ্গা 
  3. ঝিনাইদহ 
  4. নড়াইল 
  5. বাগেরহাট 
  6. কুষ্টিয়া 
  7. মাগুরা 
  8. মেহেরপুর 
  9. যশোর 
  10. সাতক্ষীরা 
৫। বরিশাল বিভাগের মধ্যে ৬ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে
  1. বরিশাল 
  2. পটুয়াখালী 
  3. গোলাপ 
  4. ফিরোজপুর 
  5. বরগুনা 
  6. ঝালকাঠি 
৬। সিলেট বিভাগের মধ্যে ৪ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে
  1. সিলেট 
  2. মৌলভীবাজার 
  3. হবিগঞ্জ 
  4. সুনামগঞ্জ 
৭। রংপুর বিভাগের মধ্যে ৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে
  1. কুড়িগ্রাম 
  2. গাইবান্ধা 
  3. ঠাকুরগাঁও 
  4. দিনাজপুর 
  5. নীলফামারী 
  6. পঞ্চগড় 
  7. রংপুর 
  8. লালমনিরহাট 
৮। ময়মনসিংহ বিভাগের মধ্যে ৪ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে
  1. ময়মনসিংহ 
  2. জামালপুর 
  3. নেত্রকোনা 
  4. শেরপুর 
এই হলো বাংলাদেশের ৮ টি বিভাগ। এমনকি কোন বিভাগের সাথে কোন জেলা অন্তর্ভুক্ত রয়েছে সেটিও আপনাদের জানানো হলো। তাহলে আশা করছি এতক্ষণে জেনে গেছেন বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে এই সম্পর্কে।

বাংলাদেশেরকয়টি উপজেলা আছে

বর্তমানে বাংলাদেশে রয়েছে আটটি বিভাগের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে ৬৪ টি জেলা আর এই ৬৪ টি জেলার মধ্যে রয়েছে ৪৯৫ টি উপজেলা। এই উপজেলাগুলো প্রত্যেকটি জেলার আন্ডারে কিছু কিছু বিভক্ত রয়েছে। এই উপজেলার মাধ্যমে আবার কিছু ওয়ার্ড ভাগ করা আছে। ওয়ার্ড কে গ্রাম বলা হয়ে থাকে। আশা করছি আপনি তাহলে জানতে পেরেছেন বাংলাদেশে কয়টি উপজেলা আছে এই সম্পর্কে।

বাংলাদেশের কয়টি থানা আছে

আপনি যদি না জানেন বাংলাদেশের কয়টি থানা আছে তাহলে এই পোস্টটি পড়ার মাধ্যমে জেনে নিন। ১৯৯৯ সালে উপজেলা ব্যবস্থা পুনরায় চালু করা হওয়ার পর বাংলাদেশের মোট থানা সংখ্যা ছিল ৬৫২ টি। এবং নতুন দুটি থানা যুক্ত হওয়ার পর ২০২১ সালের ১৯ জানুয়ারি এবং ২০ শে জানুয়ারি উদ্বোধন করা হয় এই দুইটি থানা। 

আরো পড়ুনঃ বাংলাদেশের আয়তন কত

৬৫০টি থানার পর ২০২১ সালে যখন দুইটি থানা উদ্বোধন করা হয় সেই দুইটি থানা হচ্ছে ৬৫১ নম্বর থানা হচ্ছে নোয়াখালী জেলার ভাসানাচর থানা এবং ৬৫২ নাম্বার থানা হচ্ছে কক্সবাজার জেলার ঈদগাঁও থানা। এতক্ষণে তাহলে আশা করছি বাংলাদেশের কয়টি থানা আছে এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। এখন যদি আপনার কাছে কেউ জানতে চাই বাংলাদেশের কয়টি থানা আছে তাহলে আপনি অবশ্যই বলে দিতে পারবেন।

বাংলাদেশে কয়টি গ্রাম রয়েছে

বাংলাদেশের মধ্যে মোট গ্রামের সংখ্যা হলো ৮৭,৩১৯ টি। এবং মোট মৌজা ৫৯,৯৯০ টি। আর মোট ইউনিয়ন ৪,৪৮৪ টি। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি আয়তনের ছোট্ট এবং স্বাধীন দেশ এই দেশের মধ্যে আটটি বিভাগ রয়েছে এবং এই আটটি বিভাগের মধ্যে ৬৪ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। ৬৪ জেলার মধ্যে ৬৯৫ টি উপজেলা রয়েছে এবং এই উপজেলাগুলোর অন্তর্ভুক্ত রয়েছে ৪৪৮৪ ইউনিয়ন এবং এই ইউনিয়নের মধ্যে ওয়ার্ড ভাগ করা আছে এই ওয়ার্ড বা গ্রামগুলো হলো ৮৭ হাজার ৩১৯ টি। আশা করছি তাহলে আপনি জেনে গেছেন বাংলাদেশের মধ্যে কয়টি গ্রাম রয়েছে এই সম্পর্কে।

বাংলাদেশের রাজধানীর নাম কি

বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। বাংলাদেশের মধ্যে অবস্থান করে। বাংলাদেশের রাজধানী বা ঢাকা বিভাগের মোট আয়তন হল ২০ হাজার ৫৩৯ বর্গ কিলোমিটার অর্থাৎ ৭৯৩০ বর্গমাইল। ২২ সালের গণনা অনুযায়ী ঢাকা বিভাগের মোট জনসংখ্যা হল ৪,৪২,১৫,১০৭ এবং এর জনসংখ্যার ঘনত্ব হল ৫ হাজার ৬০০/বর্গমাইল। এবং এর পোস্ট কোড হল ১২০৬। আশা করছি তাহলে ঢাকা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন এবং এটিও জেনে গেছেন বাংলাদেশের রাজধানী কোথায় এই সম্পর্কে।

সর্বশেষকথা - বাংলাদেশে কয়টি জেলা এবং বাংলাদেশে কয়টি বিভাগ

এতক্ষণ যে পোস্টটি মনোযোগ সহকারে পড়ছিলেন সেই পোস্টটি ছিল বাংলাদেশে কয়টি জেলা এবং বাংলাদেশে কয়টি বিভাগ সম্পর্কে। আশা করি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে বাংলাদেশে কয়টি জেলা এবং বাংলাদেশে কয়টি বিভাগ সম্পর্কিত সমস্ত তথ্য আপনি পেয়ে গেছেন। এখন আপনি বাংলাদেশ সম্পর্কিত সমস্ত তথ্য গুলো নিজেও জানলেন এবং অন্য কেউ জানাতে পারবেন। 

পোস্টটি আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টের নিচে একটি মন্তব্য করে যাবেন। কারণ আপনার একটি মন্তব্য আমাদের পোস্ট লেখার আগ্রহ কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। এবং আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে এই পোস্টটি শেয়ার করতে পারেন, কারণ তারা এ পোস্টটি পড়ার মাধ্যমেবাংলাদেশে কয়টি জেলা এবং বাংলাদেশে কয়টি বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যাবে। এছাড়াও এই সম্পর্কিত আরও তথ্য পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪