OrdinaryITPostAd

মেয়েদের ৪ মাস মেয়াদি আল-কোরআন শেখানোর শর্ট কোর্স

আসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি বোনেরা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইনশাআল্লাহ আগামী ৫ই রামাদান ১৪৪৫হিঃ মোতাবেক ১৫ মার্চ, ২০২৪ইং রোজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জেনারেল শিক্ষিত দ্বীনি বোনদের দ্বীনিয়াত শিক্ষার এক অনন্য আয়োজন, বহুল প্রতিক্ষিত অনলাইন ও অফলাইন ইসলামিক ডিপ্লোমা কোর্স “Women’s Diploma In Islamic Studies 2024” (Season 6)

islamic course

আশা করছি এই কোর্সটি করার মাধ্যমে অনেক দিনই বোনেরা কোরআন শিক্ষায় শিক্ষিত হবে। এমনকি তাদের সন্তানদেরও কোরআনের আলোয় আলোকিত করতে পারবে। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ে জেনে নিন কোন কোন পদ্ধতি গুলো অবলম্বন করার মাধ্যমে এই চার মাস মেয়াদী কোরআন শিক্ষার শর্ট কষটিতে ভর্তি হতে পারবেন।

পোস্ট সূচীপত্রঃ মেয়েদের ৪ মাস মেয়াদি কোরআন শেখানোর শর্ট কোর্স 

মেয়েদের ৪ মাস মেয়াদি কোরআন শেখানোর শর্ট কোর্সটিতে নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে মৌলিক ইলম অর্জন হবে ইনশাআল্লাহ। যেমন,

১। আল-কুরআনঃ পবিত্র কুরআনের  বিশুদ্ধ তিলাওয়াত, তাজভীদ, নিত্য প্রয়োজনীয় প্রায় ২০ টি সুরাহ হিফয,মাসনূন দু'আ, বিষয়ভিত্তিক আয়াত ইত্যাদি।

২। হাদিসঃ হাদিসের অনন্য কিতাব " ফয়যুল কালাম" থেকে বাছাইকৃত রাসুলুল্লাহর (স) পবিত্র জবানের প্রায় শতাধিক মণিমুক্তা! নিত্য প্রয়োজনীয় বিষয়ভিত্তিক হাদিস সহ হাদিস শাস্ত্রের মৌলিক বিষয়সমূহ।

৩। সিরাতঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনগ্রন্থ "আর রাহিকুল মাখতুম" যার মধ্য দিয়ে আমরা প্রিয়নবীকে (স) গভীরভাবে চেনার ও জানার প্রয়াস পাব ইনশাআল্লাহ।

৪। আকিদাঃ সুপ্রসিদ্ধ আল আকিদাতুত তাহাবীয়া মুখতাসার বইয়ের আলোকে ইসলামী আকিদার বুনিয়াদি বিষয়সমূহ যেমন তাওহীদ-শিরক, ঈমান-কুফর, সুন্নাহ বিদয়াত ইত্যাদি মৌলিক বিষয়াবলী সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ।

৫। ফিকহঃ এখানে আমরা শিখব নিত্য প্রয়োজনীয় মাসায়েল সমূহ, সালাত, সিয়াম, হাজ্জ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব সহ যাবতীয়  প্রয়োজনীয় মাসায়েল সমূহ।

৬। ইসলামের ইতিহাসঃ নববী যুগ থেকে নিয়ে ৪ খলিফার যুগ, উমাইয়া, আব্বাসিয়, স্পেন, ফাতেমি, উসমানীয়, মোঘল সহ বর্তমান সময় পর্যন্ত সুদীর্ঘ ইতিহাসের একটি সংক্ষিপ্ত রুপরেখা আমাদের মন ও মননে চিত্রিত হবে ইনশাআল্লা।

কি কি বই প্রয়োজন

  • সরল প্রশ্নোত্তরে কিতাবুত তাজভীদ  (মাকতাবাতুল ইসলাম)
  • হিসনুল মুসলিম।  (সমকালীন প্রকাশনী)
  • ফয়জুল কালাম (আরবি-বাংলা)  (মাকতাবাতুস সাহাবা) 
  • আল আক্বীদাতুত ত্বহাবী। (আরবি-বাংলা) অনুবাদ ও ব্যাখ্যা মাওলানা মুহাম্মাদ নেয়ামত উল্লাহ। (আনোয়ার লাইব্রেরি)
  • আর রাহিকুল মাখতুম। আল্লামা সফিউর রহমান মোবারকপুরি। (আনোয়ার লাইব্রেরী)  
  • মা লা বুদ্দা মিনহু (আনোয়ার লাইব্রেরি)
  • ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান। (মাকতাবাতুল আসলাফ)

কোর্সে ভর্তি হবার জন্য কত টাকা ফ্রি দিতে হবে

  • ভর্তি ফি - ১০০০ টাকা
  • মাসিক ফি (অনলাইন) - ৫০০ টাকা
  • মাসিক ফি (অফলাইন) - ১০০০ টাকা
  • ফাইনাল পরীক্ষার ফি - ৩৫০ টাকা

অনলাইন ব্যাচের সময়সূচী

  • সকাল ১১ঃ৩০ থেকে ১২ঃ৩০ (রামাদান কালীন সময়সূচি)
  • ৪ মাস ব্যাপি
  • মোট দারস/ক্লাস সংখ্যাঃ ৪০ টি।
  • সাপ্তাহিক ক্লাসঃ ৩ টি। 
  • বারঃ প্রতি রবি, মঙ্গলবার  ও বৃহষ্পতিবার।

অফলাইন ব্যাচের সময়সূচী 

  • সকাল ১০ টা থেকে ১১ টা (রামাদান কালীন সময়সূচি)
  • ৪ মাস ব্যাপি
  • মোট দারস/ক্লাস সংখ্যাঃ ৪০ টি।
  • সাপ্তাহিক ক্লাসঃ ৩ টি। 
  • বারঃ প্রতি শনি, সোম ও বুধবার।

অফলাইন ক্লাসের লোকেশন

  • Al Itkan Islamic Girls Madrasa,
  • House # 106, Road # 06, Block 3, Lalmatia (Tempo Stand), Mirpur – 11, Dhaka

ভর্তি লিংক

অফলাইন কোর্স করার সম্পূর্ণ প্রসেস সমূহ

প্রিয় দ্বীনি বোনেরা ! আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইনশাআল্লাহ আগামী ৫ই শাবান ১৪৪৫হিঃ মোতাবেক ১৫ ফেরুয়ারী ২০২৪ইং রোজ বৃহঃস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে দ্বীনি বোনদের কুরআন শিক্ষার এক অনন্য আয়োজন, যেখানে দ্বীনি বোনেরা উস্তাযা সাবিকুন্নাহারের তত্বাবধায়নে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারবেন।

২ মাস মেয়াদি এই শর্ট কোর্সটিতে যা যা শিখবেন

  • পবিত্র কুরআনের  বিশুদ্ধ তিলাওয়াত
  • তাজভীদ
  • নিত্য প্রয়োজনীয় প্রায় ২০ টি সুরাহ হিফয,
  • মাসনূন দু'আ,
  • বিষয়ভিত্তিক আয়াত ইত্যাদি....

কি কি বই প্রয়োজন

  • সরল প্রশ্নোত্তরে কিতাবুত তাজভীদ (মাকতাবাতুল ইসলাম)

কোর্স ফি কত

  • ভর্তি ফি - ১০০০ টাকা
  • মাসিক ফি (অফলাইন) - ১০০০ টাকা

অফলাইন ব্যাচের সময়সূচী

  • সকাল ৯ টা থেকে ১০ টা (রামাদান কালীন সময়সূচি)
  • ২ মাস ব্যাপি
  • মোট দারস/ক্লাস সংখ্যাঃ ২০ টি।
  • সাপ্তাহিক ক্লাসঃ ৩ টি। 
  • বারঃ প্রতি শনি, সোম ও বুধবার।

অফলাইন ক্লাসের লোকেশন

  • Al Itkan Islamic Girls Madrasa,
  • House # 106, Road # 06, Block 3, Lalmatia (Tempo Stand), Mirpur – 11, Dhaka

কোর্স এ ভর্তি হবার লিংক

এই লিংকের ঢুকার পর আপনি কোর্সের সমস্ত ইনফরমেশন পাবেন এমনকি কোর্সে ভর্তি হওয়ার জন্য এই লিংকের মাধ্যমেই আপনাকে করছে জয়েন বা ভর্তি হতে হবে। এমনকি এই লিংকে প্রবেশ করলে আপনি কোর্স সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।

কোর্স সম্পর্কে আপনারা জানতে চাওয়া কিছু প্রশ্ন

কোর্স সম্পর্কে আপনার যে অজানা তথ্যগুলো আছে তা নিম্নে ছোট ছোট প্রশ্ন আকারে উপস্থাপন করা হলো আশা করি প্রশ্নগুলো পড়বেন এবং উত্তরগুলো জানবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কোর্সের আরো বিস্তারিত information গুলো সম্পর্কে।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ কবে

  • ১ রামাদান, ১৪৪৫হিঃ (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
  • ১১ মার্চ, ২০২৪ ইনশাআল্লাহ।

ক্লাস শুরু কবে থেকে

  • ০৫ রামাদান, ১৪৪৫হিঃ 
  • ১৫ মার্চ, ২০২৪ ইনশাআল্লাহ।

ক্লাস কে নিবেন

  • উস্তাযা সাবিকুন নাহার সারাহ।

ক্লাস কিভাবে হবে

  • ক্লাস ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে zoom apps এর মাধ্যমে নেয়া হবে। এছাড়া প্রতিদিনের ক্লাস রেকর্ড কপি দেয়া হবে ইনশাআল্লাহ।

পড়া কিভাবে দেবেন

  • সরাসরি ক্লাসে অথবা কোর্স সংক্রান্ত নির্দিষ্ট Whatsapp and Telegram গ্রুপে এ জমা দেবেন।

কোর্সে ভর্তি হবার পর শিক্ষার্থীকে কি বই দেওয়া হবে

করছে ভর্তি হবার পর থেকেই ইনস্টিটিউট আপনার সন্তানকে বা শিক্ষার্থীকে নতুন বই প্রদান করবে, আলাদা করে আর কোন বই কিনতে হবে। উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানের ছত্রছায়ায় পরিচালিত আপনাদের প্রিয় Taw Haa Zin Nurain Book Shop এ সর্বোচ্চ ছাড়ে পাওয়া যাচ্ছে।

হোয়াটসঅ্যাপঃ https://wa.me/+8801878257351  অথবাঃ https://m.me/tawhaazinnurain.book

করছে ভর্তি হবার জন্য কিভাবে রেজিষ্ট্রেশন করবেন

Step 01: কোর্সের লিংকে যান।

Step 02: এখনি এনরোল করুন বাটনে ট্যাপ/ক্লিক করুন।

Step 03: ফর্মটি পূরণ করুন এবং "Proceed to Checkout" বাটনে ট্যাপ অথবা ক্লিক করুন। (যদি womenislamicdiploma.com এ আগেই রেজিষ্টার করে থাকেন তাহলে লগইন করুন।)

Step 04: সিকিউর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন। (বিকাশ/নগদ)

Step 05: আপনাকে একটি "এনরোলমেন্ট সম্পন্ন হয়েছে" ম্যাসেজের সাথে হোয়াটঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন।

কোর্স ফি পেমেন্ট করবেন কিভাবে

আপনার সন্তান বা শিক্ষার্থীর কোর্স ফিটা কিভাবে আপনি পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে তার সম্পূর্ণ প্রসেসটাই এখন আপনাকে বোঝানো হবে তাই সম্পূর্ণ পড়তে থাকুন এবং জানতে কিভাবে আপনার সন্তানের বা শিক্ষার্থীর কোর্স ফি পেমেন্ট করা যায়।

১। আমাদের সিকিউর পেমেন্ট গেটওয়েতে যাওয়ার পর পেমেন্ট অপশন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন। (বিকাশ, নগদ)

১.১। বিকাশের ক্ষেত্রে দুইটি মাধ্যম আছে, একটি পারসোনাল, অন্যটি লাইভ এপিআই। লাইভ এপিআই এর মাধ্যমে করলে বিকাশের অফিসিয়াল চেকআউট গেটওয়ে ব্যবহৃত হবে।

২। পেমেন্টের নিয়ম যা বলা আছে পড়ুন।

৩। ওয়েবসাইটে বর্ণিত নম্বরে অ্যামাউন্ট টি সেন্ড মানি করুন। সেন্ড মানি করার পর একটি ট্রানজেকশন আইডি দেয় সেটা সংরক্ষন করুন।

৪। ট্রানজেকশন আইডি টি নির্ধারিত ঘরে বসান। (দোকান থেকে ক্যাস ইন করে দিলে এজেন্টের থেকে ট্রান্সিশন আইডি নিয়ে নিন)

৫। ভ্যারিফাই বাটনে ক্লিক করুন।

পেমেন্ট সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

কোনো টেকনিক্যাল সমস্যার জন্য পেমেন্টে সাকসেস হতে সময় লাগতে পারে। মহান আল্লাহ আমাদেরকে পবিত্র কুরআন শেখার ও বোঝার তাওফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। 

শেষ কথা-কোরআন শেখার শর্ট কোর্স

এতক্ষণ যে পোস্টটি মনোযোগ সহকারে পড়ছিলেন সেই পোস্টটি ছিল মেয়েদের ৪ মাস মেয়াদি কোরআন শেখানোর শর্ট কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। আশা করছি সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে মেয়েদের ৪ মাস মেয়াদি কোরআন শেখানোর শর্ট কোর্স এর বিস্তারিত তথ্য এবং ধারণাগুলো আপনি পেয়ে গেছেন।

এখন যদি আপনার কাছে মনে হয়ে থাকে আমরা আমাদের এই পোষ্টের মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছি তাহলে অবশ্যই আমাদের এই পোস্টের নিচে একটি মন্তব্য করে যাবেন কারণ আপনার একটি মন্তব্য আমাদের পোস্ট লেখার আগ্রহ কয়েকজন বৃদ্ধি করে দেয়। এমনকি আপনি চাইলে আমাদের এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বা আপনার ফেসবুক আইডিতেও শেয়ার করতে পারেন কারণ তারাও এই পোস্টটি দেখার মাধ্যমে মেয়েদের ৪ মাস মেয়াদি কোরআন শেখানোর শর্ট কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ধারণাগুলো পেয়ে যাবে। এছাড়াও এই ধরনের আরো পোস্ট পড়তে চাইলে  আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪